সিরাজগঞ্জের রায়গঞ্জে
কমিউনিটি পুলিশের উদ্যোগে ফুলজোড়
নদীতে দেশীয় জাতের মাছের পোনা
অবমুক্ত করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার
চান্দাইকোনা ফুলজোড় নদীতে পোনা
অবমুক্ত করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন
আহম্মেদ।
এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস
অ্যাসোসিয়েশন ও কমিউনিটি পুলিশিং আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
আব্দুল হালিম খান দুলালের সভাপতিত্বে
অন্যদের মধ্যে রায়গঞ্জ সার্কেলের
সহকারী পুলিশ সুপার মো. মোতাহার
হোসেন, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. রাশেদুল ইসলাম বিশ্বাস, সাবেক
উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
0 comments:
Post a Comment