Friday, July 17, 2015

সিরাজগঞ্জে ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে এসিডে ঝলসানোর অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত
বিরোধের জের ধরে এক ব্যক্তির বিরুদ্ধে
তার ছোট ভাইয়ের স্ত্রীকে এসিডে
ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দগ্ধ গৃহবধূ শ্যামলী খাতুন ওই গ্রামের খলিলুর
রহমানের স্ত্রী। তিনি বর্তমানে সিরাজগঞ্জ সদর
হাসপাতালে চিকিৎসাধীন।
তার শরীরের ১০ ভাগ পুড়ে গেছে বলে
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মো.
জাহিদুল ইসলাম জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে সিরাজগঞ্জের
রায়গঞ্জের পূর্ব পাইকড়া গ্রামে তার স্ত্রীর
উপর এ হামলা হয় বলে খলিলুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে
বড় ভাই সাইদুল রহমানের সঙ্গে তাদের দ্বন্দ্ব
চলছিল।
“বৃহস্পতিবার রাতে আমার স্ত্রী শ্যামলী খাতুন
সেহেরির খাবার রান্না করে পানি আনতে যাচ্ছিল।
এ সময় বড় ভাই সাইদুল, তার স্ত্রী নবীজা খাতুন
ও চাচাতো ভাই দশর আলী তার পথ আটকে দাঁড়ায়।
এরপর কিছু বুঝে উঠার আগেই তারা ওড়না দিয়ে
শ্যামলীর মুখ চেপে ধরে শরীরে এসিড
ঢেলে দেয়।”
ঘটনার পর শ্যামলী চিৎকার শুরু করলে
প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বলে
জানান তিনি।

0 comments:

Post a Comment