ফেইসবুক ওয়ালে বেলকুচি-চৌহালীর সংসদ
সদস্যকে কটুক্তি করায় সিরাজগঞ্জের
বেলকুচিতে রিয়াদ হোসেন (২৫) নামের এক
ছাত্রলীগ নেতাকে আটকের পর আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সে
উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের রকিবুল
মাস্টারের ছেলে ও ছাত্রলীগ বেলকুচি
ডিগ্রী কলেজ শাখার সহ-সভাপতি। শনিবার
গভীর রাতে উপজেলার চালা এলাকার একটি
বাসা থেকে তাকে আটকের পর রবিবার
দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা
কারাগারে পাঠানো হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনিসুর রহমান জানান, রিয়াদ হোসেন তার
ফেইসবুকে পেইজে স্থানীয় সিরাজগঞ্জ-৫
আসনের এমপি আব্দুল মজিদ মন্ডলকে কোকেন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে গত ৪ জুলাই একটি স্ট্যাটাস পোষ্ট করেন। এ নিয়ে
ফেইসবুকে আলোচনার ঝড় বয়ে যায়। এ
অবস্থায় শনিবার গভীর রাতে অভিযান
চালিয়ে চালার একটি ভাড়া করা বাসা
থেকে রিয়াদকে আটক করা হয়। এ ঘটনায় তথ্য
ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও রিয়াদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে জানান ওসি। প্রসঙ্গত ছাত্রলীগ নেতা রিয়াদ তার
ফেইসবুক ওয়ালে এমপি মজিদ মন্ডলের ছবি
সম্বলিতসহ স্ট্যাটাসে লেখেন ‘এই সেই মন্ডল
গ্রুপের মালিক, যার পেশাগত ব্যাবসা
কোকেনের। পুরা নাম আলহাজ্ব আব্দুল মজিদ
মন্ডল। জিরো থেকে এখন তিনি শিল্পপতি।
আবার সংসদ সদস্য। মন্ডলের ব্যাক্তিগত
ম্যানেজার আতিক ৩৫০ কোটি টাকার
কোকেন নিয়ে পুলিশের হাতে ধরা পরেছে।
পরে আদালত তাকে দশ দিনের রিমান্ড
দিয়েছে’। তার এই স্ট্যাটাস নিয়ে ফেইসবুকে
নানা আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।
0 comments:
Post a Comment