Tuesday, July 28, 2015

৩৯ কেজি গাঁজাসহ ট্রাক আটক সাবেক সেনাসদস্যসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে সাবেক সেনাসদস্যসহ তিন মাদক
ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময়
৩৯ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে
তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব।
এ সময় রংপুর থেকে ঢাকাগামী আলুবোঝাই
একটি ট্রাক থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া গাঁজা পরিবহনে জড়িত অভিযোগে সাবেক সেনাসদস্য কুড়িগ্রামের নাগেশ্বরীর নুর
হোসেন, পূবাড়ির আবুল কায়েস এবং ট্রাকচালক
কুষ্টিয়ার আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় আলুবোঝাই ট্রাকটিও আটক করা হয়।

0 comments:

Post a Comment