সিরাজগঞ্জের উল্লাপাড়া
উপজেলায় ৫২০ লিটার চোলাই মদসহ তিন
যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১২ জুলাই) ভোরে উপজেলার
লাহিড়ী মোহনপুর বাজার থেকে তাদের
আটক করা হয়।
আটকরা হলেন- লাহিড়ী পাড়া গ্রামের নব কুমার
সিংয়ের ছেলে গোপাল কুমার সিং (৩০), লাহিড়ী
মোহনপুরের মৃত ময়লা প্রামাণিকের ছেলে
আইয়ুব আলী (২৮) ও চর মোহনপুর গ্রামের
নুরুজ্জামানের ছেলে হাসেম আলী (২০)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের এএসপি হাসিবুল
আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়ী
মোহনপুর বাজারের তালুকদার মার্কেটে
অভিযান চালায় র্যাব। এ সময় ৫২০ লিটার চোলাই মদ
ও ১৩ হাজার ৯৯০ টাকাসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে
বলে জানান এএসপি।
0 comments:
Post a Comment