সিরাজগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার
আসামিসহ দুই জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার এনায়েতপুর থানার গোপরেখী গ্রাম
থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে
জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের
কমান্ডার এএসপি হাসিবুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন-বেতিল চরের আছির
উদ্দিনের ছেলে ফারুক শেখ (২৪) ও চানপুর
চরের মৃত নূর নবী প্রমাণিকের ছেলে শুকুর
আলী (২৩)।
ফারুকের নামে এনায়েতপুর থানায় একটি হত্য মামলা রয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
হাসিবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
ফারুক ও শুকুরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে৪০টি ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
0 comments:
Post a Comment