সিরাজগঞ্জে চাচার সঙ্গে
যমুনা নদীর তীরে বেড়াতে গিয়ে স্বরণ নামে
আট বছর বয়সী এক শিশু পানির স্রোতে ভেসে
গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহর রক্ষা বাধের
হার্ডপয়েন্টে এ ঘটনা ঘটে।
স্বরণ বাবা-মায়ের সঙ্গে ঢাকার উত্তরার
আশকোনা এলাকায় থাকতো। সে সদর
উপজেলার কান্দাপাড়ার মিজানুর রহমান
মিন্টুর ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)
শ্রী পরেশ চন্দ্র জানান, বিকালে আলহাজ
উদ্দিনের সঙ্গে শিশু স্বরণ হার্ডপয়েন্টে
বেড়াতে যায়। চাচাকে বসিয়ে শিশুটি নদীর
তীরে পানি নাড়তে থাকে। এ অবস্থায়
পানির প্রবল স্রোতে শিশুটি ভেসে যায়।
এসময় চাচাসহ আরেকজন নদীতে লাফ দিয়েও
শিশুটিকে ধরতে পারেনি। স্থানীয়রা ওই
দু’জনকে উদ্ধার করেছে।
রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত
শিশুটি নিখোঁজ রয়েছে।
0 comments:
Post a Comment