Saturday, July 11, 2015

বেড়াতে এসে যমুনার স্রোতে ভেসে গেল

সিরাজগঞ্জে চাচার সঙ্গে
যমুনা নদীর তীরে বেড়াতে গিয়ে স্বরণ নামে
আট বছর বয়সী এক শিশু পানির স্রোতে ভেসে
গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহর রক্ষা বাধের
হার্ডপয়েন্টে এ ঘটনা ঘটে।
স্বরণ বাবা-মায়ের সঙ্গে ঢাকার উত্তরার
আশকোনা এলাকায় থাকতো। সে সদর
উপজেলার কান্দাপাড়ার মিজানুর রহমান
মিন্টুর ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)
শ্রী পরেশ চন্দ্র জানান, বিকালে আলহাজ
উদ্দিনের সঙ্গে শিশু স্বরণ হার্ডপয়েন্টে
বেড়াতে যায়। চাচাকে বসিয়ে শিশুটি নদীর
তীরে পানি নাড়তে থাকে। এ অবস্থায়
পানির প্রবল স্রোতে শিশুটি ভেসে যায়।
এসময় চাচাসহ আরেকজন নদীতে লাফ দিয়েও
শিশুটিকে ধরতে পারেনি। স্থানীয়রা ওই
দু’জনকে উদ্ধার করেছে।
রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত
শিশুটি নিখোঁজ রয়েছে।

0 comments:

Post a Comment