রোববার সকালে এ কর্মসূচির আওতায়
উন্নয়নকৃত ৫০০ অ্যাপস এর উদ্বোধনী
অনুষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
(বিসিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
মোবাইলকে অবলম্বন করে জীবন
যাপনে আরও স্বাচ্ছন্দ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি
আনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
“জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক
ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন” শীর্ষক কর্মসূচি
বাস্তবায়ন করছে। আগামী ২৬ জুলাই রোববার
সকালে এ কর্মসূচির আওতায় উন্নয়নকৃত ৫০০
অ্যাপস এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ
কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব
ওয়াজেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত
থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব
করবেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম
সুন্দর সিকদার।
Log in or register to post comments
Post Categories: INNOVATION INTERNET LOCAL MOBILE
SOFTWARE TELECOM
সজীব ওয়াজেদ জয় জুনাইদ আহমেদ পলক
৫০০ মোবাইল অ্যাপস অ্যাপস
0 comments:
Post a Comment