সিরাজগঞ্জে স্কুলছাত্র অপহরণের
অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে
পুলিশ, উদ্ধার হয়েছে অপহৃত শিশুটিও।
শুক্রবার রাতে দুইজনকে ও শনিবার ভোরে
একজনকে গ্রেপ্তার করা হয় বলে এনায়েতপুর
থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
উদ্ধার শিশুটি এনায়েতপুরের খামার গ্রামের
তাঁত ব্যবসায়ী হাজী সায়েফ উদ্দিনের
ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ব্যবসায়ী সায়েফ
উদ্দিনের তাঁত কারখানার শ্রমিক আব্দুল
আউয়াল, তার স্ত্রী উজালা খাতুন ও শ্বশুর
গোপাল মন্ডল।
ওসি জানান, শুক্রবার বিকালে আউয়াল
বেড়ানোর কথা বলে শিশুটিকে অপহরণ করে
রংপুরের পীরগঞ্জে নিয়ে যায়।
“পরে স্বজনরা এ বিষয়ে থানায় লিখিত
অভিযোগ করলে ওই রাতেই আউয়ালের
শ্বশুরবাড়ি এনায়েতপুরের খুকনীতে অভিযান
চালিয়ে তার শ্বশুর ও স্ত্রীকে আটক করা হয়।
তাদের আটকের পর আউয়াল শিশুটিকে ছেড়ে
দিলে সে ভোরে নিজ বাড়িতে চলে আসে।”
এরপর শনিবার ভোরে থানার গোপালপুর
এলাকা থেকে আওয়ালকে স্থানীয়রা তাঁত
কারখানায় আটকে রাখে। খবর পেয়ে পুলিশ
গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে
জানান ওসি।
0 comments:
Post a Comment