সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এই মহাসড়কে ঈদের আগে ও পরের সাত দিনে পাঁচটি দুর্ঘটনায় মারা যান ৩৬ জন মানুষ, আহত হন শতাধিক যাত্রী। ত্রুটিপূর্ণ সড়কের কারণে এখানে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে চালক-যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার এই সড়কটি যেন মৃত্যু ফাঁদ। এখানে প্রায়ই ঘটে মুখোমুখি সংঘর্ষ।
২৪টি জেলার যানবাহন চলে এই সড়ক ধরে। যাত্রীরা বলছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ যানজট পেরিয়ে এই এলাকায় ফাঁকা সড়ক পেয়ে গতির সীমা মানতে চান না চালকরা। ফলে অপ্রশস্ত সড়কে ওভারটেকিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।
এই ধরনের দুর্ঘটনায় গত সাত মাসে মারা যান ৭১ জন। মহাসড়কের এই অংশকে দুর্ঘটনাপ্রবণ অঞ্চল হিসাবে পরিচিত স্থানীয়দের কাছে দুর্ঘটনা রোধে কি ব্যবস্থা নেওয়া দরকার সে কথাই বলছে প্রশাসন দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কটি চার লেনে উন্নীত করাসহ নানা আশ্বাস দিলেও সড়ক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আছে।
0 comments:
Post a Comment