যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক
ভাঙ্গন দেখা দিয়েছে সিরাজগঞ্জ জেলার
শাহজাদপুর উপজেলা কৈজুরী ইউনিয়নে। এতে
প্রায় শতাধিক ঘরবাড়ী নদী গর্ভে বিলীন
হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। কৈজুরী
ইউনিয়নের ঘুধিবাড়ী এলাকায় এর আগের
আওয়ামিলিগসরকারের সময় পানি উন্নয়ন
বোর্ডের ১২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত
স্পার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে
আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। জরুরী
ভিত্তিতে প্রয়োজনীয় নদীভাঙন রোধে
জরুরী ভিত্তিতে মেরামত প্রয়োজন। ভাঙ্গন
প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী
হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
পানি বৃদ্ধির কারণে পরিবারের লোকজনেরা
অভাব অনটনে ভুগছে এবং দূর-দূরান্ত এলাকায়
কাজের জন্য যেতে পারছে না নারী-
পুরুষেরা। পানি বৃদ্ধি পাওয়ায় সড়কের পাশেই
বসবাস করছে অর্ধশতাধিক পরিবার। নদী
ভাঙ্গন রোধে স্থানীয় এলাকাবাসী পানি
উন্নয়ন বোর্ডকে অবগত করলেও তারা
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না এতে
এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কৈজুরী ইউনিয়নের ভাঙন কবলিত গৃহবধু
খোদেজা বেগম বলেন, নদীর পানি বৃদ্ধি
পাওয়ায় আমার ঘরবাড়ী নিয়ে বিপদে পড়ে
আছি। যেকোন সময় ঘরটি পানিতে তলিয়ে
যেতে পারে। এখন ঘর ভেঙে অন্যত্র যাওয়ার
প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ইউনিয়ন স্বেছাসেবক লীগের এক নেতা নাম
প্রকাশ নাকরে বলেন। সাবেক সাংসদ চয়ন
ইসলামের সময় নদী ভাঙ্গন রোধে যে কাজ
করা হয়েছিল, তারপর আর স্পারের
সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয় নাই।
স্থানীয় বর্তমান এম পি হাসিবুর রহমান স্বপন
এমনকি শাহজাদুর উপজেলা আওয়ামীলীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামও
এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করে নাই ।
এলাকাবাসী জানান, যমুনা নদীর পানি
বৃদ্ধির কারণে কৈজুরী ইউনিয়নের বিভিন্ন
রাস্তাঘাট, ব্রীজ কালভাট এলাকায় তীব্র
ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়
এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে
হচ্ছে। অনতিবিলম্বে এই ভাঙনরোধ না করা
গেলে এই ইউনিয়নের বিশাল একটি অংশ নদী
গর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙনরোধকল্পে
তাই এলাকাবাসী সরাসরি মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ
কামনা করেছেন।
ভাঙ্গন কবলিত এলাকায় এখন পর্যন্ত স্থানীয়
উপজেলা চেয়ারম্যন বা এম পি বা প্রশাসনের
কোন ব্যাক্তিই পরিদর্সনে যান নাই । এই
নিয়েও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ
কড়ছে।
0 comments:
Post a Comment