Saturday, July 4, 2015

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বেই বাংলাদেশ আগামী ২০২১
সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে
বিশ্বের দরবারের স্থান পাবে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা
প্রশাসন সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা
সংক্রান্ত সভায় তিনি একথা বলেন।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই
দেশে উন্নয়নের ধারা চালু হয়েছে-
একথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী
বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে বর্তমানেও এ প্রয়াস চলছে,
যা বিশ্বব্যাংক তথা সারা বিশ্বই এখন
অকপটে স্বীকার করছে।'
তিনি বলেন, 'এ দেশের মানুষের মধ্যে
ব্যাপক কর্মস্পৃহা আছে, যা আগামী
দিনে আমাদের কাজে লাগাতে হবে।
বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রমে
দেশে এরই মধ্যে দ্রারিদ্র্য অনেকটাই
হ্রাস পেয়েছে।'
এছাড়া দেশব্যাপী এরই মধ্যেই আইন-
শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি
হয়েছে দাবি করে তিনি এ ধারা
আগামীতেও অব্যাহত রাখার ওপর
গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা
পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস,
সংরক্ষিত নারী সাংসদ সেলিনা বেগম
স্বপ্না, পুলিশ সুপার মিরাজ উদ্দিন
আহম্মেদ, সড়ক ও জনপথের (সওজ)
নির্বাহী প্রকৌশলী আবুল কালাম
আজাদ, পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র
মহা-ব্যবস্থাপক তুষার ক্রান্তি
দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আবু মোহাম্মদ গোলাম
কিবরিয়া, চেম্বার নেতা সৈয়দ আব্দুর
রউফ মুক্তা, সাংবাদিক বাবু ইসলাম,
ফজল-এ-খোদা লিটন, আমিনুল ইসলাম খান
রানা প্রমুখ বক্তব্য দেন।
সভায় মন্ত্রী মাদকদ্রব্য প্রসঙ্গে
বলেন, "প্রধানমন্ত্রী নিজেও
মাদকদ্রব্যের বিষয়ে সব সময়ই 'জিরো
টলারেন্স' নীতি প্রদর্শন করেন।
আমাদেরও উচিত তার পথ অনুসরণ করে
জেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত
ঝটিকা অভিযান পরিচালনা ও গণ-
সচেতনতার সৃষ্টির মাধ্যমে যুব
সমাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে
রক্ষা করা।"
এছাড়া মানবপাচার রোধে অনুরূপ গণ-
সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন ও
পুলিশকে তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

0 comments:

Post a Comment