Thursday, July 2, 2015

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আউটসোসিং কর্মচারীরা এখন বেকার

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে কর্মরত ২৫জন আউট সোসিং কর্মচারী চাকুরী হারিয়ে এখন বেকার হয়ে গেছে। ঈদের আগে এ অবস্থার কারনে দরিদ্র এ সকল নারী-পূরুষরা চোখে অন্ধকার দেখছে। জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ সদর হাসপাতালের নিরাপত্তা ও পরিস্কার- পরিছন্নতার জন্য ২০১৪-১৫ অর্থবছরে স্থাস্থ্য মন্ত্রনালয়ের
অধীনে টেন্ডারের মাধ্যমে আউট সোসিং প্রকল্পে ২৫জন নারী-পুরুষ নিয়োগ করা হয়। ৩০ জুন
প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। যে কারনে এ কাজে নিয়োজিতরা যেমন বেকার হয়ে গেছে, তেমনি লোকবলের অভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা বেকায়দায় পড়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন আশরাফ উদ্দিন জানান,হাসপাতালের নিরাপত্তা ও পরিস্কার-পরিছন্নতার জন্য আউট সোসিং কর্মচারী নিয়োগ করা অত্যন্ত জরুরী। পুনরায় টেন্ডারের মাধ্যমে আউট সোসিং
কর্মচারী নিয়োগে প্রশাসনিক অনুমোদনের
জন্য মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
অনুমোদন পেলে পুনরায় আউট সোসিং কার্যক্রম
চলবে।

0 comments:

Post a Comment