Wednesday, July 1, 2015

সিরাজগঞ্জে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ শুরু

সিরাজগঞ্জে শেখ রাসেল পৌর শিশুপার্কের
নির্মাণকাজ অবশেষে শুরু হয়েছে। জায়গা নিয়ে
বিরোধের কারণে ১৫ বছর এর নির্মাণকাজ শুরু করা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালে যমুনার তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে ৭ দশমিক ৩৩ একর জমির ওপর সরকারিভাবে শেখ রাসেল স্মৃতি শিশুপার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বছর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। ৭৪ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর, গণশৌচাগারসহ আরো কিছু অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু পরে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে আবারো নির্মাণের
উদ্যোগ নেয়া হয়। কিন্তু নির্ধারিত জায়গা নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার মধ্যে বিরোধের
কারণে তা থেমে যায়। অবশেষে নানা জটিলতা
কাটিয়ে এর নির্মাণকাজ শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ বিআরই (বিষেশায়িত) শাখার নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান জানান, পার্ক নির্মাণের ঘোষণার পর ওই এলাকা কেপিআই (সংরক্ষিত) হিসেবে ঘোষণা করা হয়।
ফলে নানা জটিলতা সৃষ্টি হয়। এটা নির্মাণ হলে
শহররক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে পড়বে কিনা তা খতিয়ে দেখতে এক দল বিশেষজ্ঞ এনে স্থানটি
পরিদর্শন করা হয়েছে। তারা জানান, স্বল্প পরিসরে ও হাল্কা রাইডস দিয়ে পার্ক নির্মাণ করা যেতে পারে। তার পরই নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী জানান, শহরে শিশুদের বিনোদনের জন্য
কোনো ব্যবস্থা নেই। ফলে একটি শিশুপার্ক
নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু জায়গা
নির্ধারণ, ভূমি হস্তান্তর ও বিশেষজ্ঞ দলের
প্রতিবেদনের জন্য এত দিন কাজ বন্ধ ছিল। এখন শুরু হয়েছে। ৫৫ লাখ টাকার কাজ চলছে। আরো ১ কোটি ২২ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হবে।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা জানান, এ শিশুপার্ক নির্মাণে জেলাবাসীর দাবি ছিল। প্রধানমন্ত্রী সেই
প্রতিশ্রুতিও দিয়েছিলেন। পরে নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। এখন কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তিনি দ্রুত কাজ শেষ করে শিশুদের জন্য উন্মুক্ত করার দাবি
জানান। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, নানা জটিলতা কাটিয়ে অবশেষে পার্ক নির্মাণকাজ শুরু হয়েছে। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে তিনি জানান।

0 comments:

Post a Comment