শেখ হাসিনা‘র সরকার দেশের নিম্ন
আয়ের মানুষের ভাগ্য উন্নয়নের
জন্যে নিরলস ভাবে কাজ করে
যাচ্ছে। ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি
কাপড় অসহায় দরিদ্র মহিলাদের মাঝে
বিতরন কালে এসব বলেন সিরাজগঞ্জ-
পাবনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ
সদস্য সেলিনা বেগম স্বপ্না।
৪ জুলাই শনিবার সিরাজগঞ্জ জেলা মহিলা
আওয়ামীলীগ কার্যালয়ে ঈদ উল
ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান
তহবিলের ৩০০ পিস শাড়ি ও নিজ
উদ্যোগের ৭শ পিসসহ মোট ১
হাজার পিস শাড়ি কাপড় অসহায় দরিদ্র
মহিলাদের মাঝে বিতরন করেন। তিনি
আরও বলেন দেশের ও সাধারন
মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ
হাসিনার সরকারের বিকল্প নাই। একমাত্র শেখ হাসিনা সরকারের আমলে শ্রমজীবী মানুষের শ্রমবাজার ও শ্রমিকের মূল্য বৃদ্ধি পেলেও নিত্যপণ্য দ্রব্যের দাম সহানশীলতায় থাকে। এতে করে দ্ররিদ্র মানুষের দৈনিক আয় বৃদ্ধি পায় ও পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আসে। এ সময় নারী নেত্রী হাসি মির্জা, অধ্যাপক হাসনা হেনা, ইদিত আরা বিউটি, অপু বারী, আয়শা মঞ্জু, আয়শা নাসরিন এমিলি, তানমির সুলতানা, রেশমা খাতুন, রুমা খাতুন, কাউন্সিলর মিনা
খাতুন, ইয়াসমিন সুলতানা, নাসরিন তালুকদারসহ মহিলা আওয়ামীলীগের বিভিন্ন নেত্রীরা উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment