Friday, July 17, 2015

বাসের নিচে বাইক, বাবা-মা ও ছেলে নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস চাপায়
মোটরসাইকেল আরোহী এক দম্পতি ও
তাদের ছেলে নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মূলিবাড়ি এলাকায় এ
দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলকুচি থানার
পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা।
নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার শিমলা
সাতবাড়িয়া গ্রামের বাবলু (৩৫), তার স্ত্রী মাহফুজা
(২৫) ও তাদের ৪ বছর বয়সী ছেলে মাশরাফি।
বাবলু টাঙ্গাইলসদরে একটি এনজিওতে কাজ
করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাসুদেব
বলেন, ঈদের ছুটিতে মোটরসাইকেলে
টাঙ্গাইল থেকে বগুড়া যাচ্ছিল পরিবারটি। মূলিবাড়ি
এলাকায় ঢাকাগামী পাবনা এক্সপ্রেস
মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই
তিনজন নিহত হয়।
দুর্ঘটনার পর চালক মঞ্জুর রহমান ও তার সহকারী
আব্দুল মজিদসহ বাসটিকে আটক করা হয়েছে
বলে জানান তিনি।

0 comments:

Post a Comment