বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে দুর্ঘটনাপ্রবণ চারটি স্পটে নিউজার্সি ব্যারিয়ার বা ডিভাইডার স্থাপনের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদের আগে পরে ওই স্থানে দুর্ঘটনায় ২৪
জনের প্রাণহানির পর তাৎক্ষণিক ব্যবস্থা
হিসেবে ডিভাইডার স্থাপনের কার্যক্রম শুরু
করেছে মন্ত্রণালয়।
ঈদে ঘরমুখো এবং কর্মস্থলমুখো মানুষের
যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের
কার্যক্রম পর্যালোচনা সভা শেষে বুধবার (২২
জুলাই) সচিবালয়ে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, দুর্ঘটনাপ্রবণ চারটি স্পটে ঢাকা-আরিচা মহাসড়কের আদলে নিউজার্সি ব্যারিয়ার বা ডিভাইডারের কাজ বুধবার থেকে শুরু হচ্ছে, যা শেষ হবে আগামী দু’মাসের মধ্যে।
প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি উল্লেখ করে
মন্ত্রী বলেন, আমি মঙ্গলবার নির্ধারিত সকল
কর্মসূচি স্থগিত করে দুর্ঘটনার স্পটে ছুটে
যাই। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত তথা
দুর্ঘটনাস্থলের সড়কে কোনো সমস্যা ছিল
না। বেপরোয়া গাড়ি চালনাই দুর্ঘটনার কারণ।
ওবায়দুল কাদের বলেন, কক্সবাজার থেকে
সৈয়দপুর পর্যন্ত একজন চালকের একটানা ড্রাইভিং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোর নাগাদ তার ঝিমুনি আসতে বাধ্য। এসকল ক্ষেত্রে বা দূরপাল্লার ট্রিপে দুজন চালক দেওয়ার জন্য আমরা ইতোমধ্যে পরিবহন মালিকদের অনুরোধ
জানিয়েছি।
ঘরমুখো মানুষের যাত্রা এবং কর্মস্থলে ফিরে
আসা অতীতের যেকোনো সময়ের
চেয়ে অধিক স্বস্তির ছিল দাবি করেন
মন্ত্রী। তিনি বলেন, তবে ঈদের আগে
টাঙ্গাইলে আটটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট
হয়। খবর শুনে আমি সকালে সেখানে ছুটে
যাই। দুপুর নাগাদ যানজট কমে আসে। এছাড়া
দেশের সকল সড়ক-মহাসড়ক ছিল অনেকটা
নির্বিঘ্ন। সচিবসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
নিবিড় মনিটরিং করেছি। যারা দুর্ভোগের শিকার
হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।
পূর্ব ঘোষণা অনুযায়ী যে সকল প্রকৌশলী
ভালো কাজ করেছেন, দক্ষতার পরিচয়
দিয়েছেন তাদের পুরষ্কৃত করা হবে বলে
জানান মন্ত্রী। আর ব্যর্থতার জন্য
ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা
হচ্ছে।
ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নির্দেশনা
দিয়েছেন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন
মন্ত্রী।
সারাদেশের সড়ক-মহাসড়কগুলোকে
সার্বক্ষণিকভাবে সচল রাখতে পুলিশ, হাইওয়ে
পুলিশ, র্যাব ছাড়াও সিভিল প্রশাসন এবং অন্যান্য
স্টেকহোল্ডার যারা নিরলসভাবে কাজ
করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান
মন্ত্রী।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৃপ্তির ঢেঁকুর তুলতে
চাই না উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদ-উল
আযহার সময় ঢাকার এন্ট্রি ও এক্সিট
পয়েন্টগুলো নির্বিঘ্ন করতে এখন থেকেই
কাজ শুরু হয়েছে।
পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ওপর
ও পাশে কোরবানির পশুর হাট না বসানোর
নির্দেশ দেন মন্ত্রী।
জয়দেবপুর-এলেঙ্গা সড়ক চারলেন
সরকার ধাপে ধাপে দেশের সকল মহাসড়ক
চারলেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে
জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এর
ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে
জয়দেবপুর- এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার
সড়ক চারলেনে উন্নীত করার ভৌত কাজ শুরু
হতে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে এলেঙ্গা
থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে বনপাড়া-হাটি কমরুল
সড়কও চারলেনে উন্নীত করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ লেন
এক্সপ্রেসওয়ে
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চারলেনে উন্নীতকরণের ১৪৩
কিলোমিটারের কাজ শেষ হয়েছে। পাশাপাশি
ছয়লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের
উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে
ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শেষ হয়েছে। জাইকা’র
অর্থায়নে এ মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর সেতু,
দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী
সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে দরপত্র আহবানসহ অন্যান্য
প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছরের
সেপ্টেম্বরে সেতু তিনটির নির্মাণ কাজ শুরু
হবে।
সড়ক প্রকৌশলীদের দক্ষতা মূল্যায়নের
পাশাপাশি যথাসময়ে প্রকল্প তথা মেরামত কাজ
শেষ করতে ব্যর্থ ঠিকাদারদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
মেঘনা সেতুর ৬ নম্বর পিয়ার মেরামত
মেঘনা সেতুর ঝুঁকির খবরে ওবায়দুল কাদের
বলেন, সেতুর ৬ নম্বর পিয়ার সেনাবাহিনীর
সহযোগিতায় মেরামত করা হবে। ৭, ৮ ও ৯
নম্বর পিয়ারের মেরামত কাজ শেষ হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন
ছিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী ফিরোজ
ইকবাল, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম,
বিআরটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান, ডিটিসিএ’র
নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেনসহ
কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমআইএইচ/এএসআর
** এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত
হবে এয়ারপোর্ট-বাইপাইল
** মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা বন্ধের
সিদ্ধান্ত
0 comments:
Post a Comment