সিরাজগঞ্জ সদর উপজেলার
শিয়ালকোল ইউনিয়নের দিয়ার কালিয়া গ্রামে
আব্দুস সবুর (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে
কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুস সবুর ওই গ্রামের আব্দুল
জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে সন্ধ্যায়
স্থানীয় মোস্তাহার নামে এক ব্যক্তির
দোকানের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুস
সবুর। এসময় কয়েকজন দুর্বত্ত এসে তাকে
ডেকে দোকানের পেছনে নিয়ে
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ রায়হান
বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর
হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা
জানা যায়নি।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ সুপার
মো. মিরাজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার
জিয়াউল হাসান তালুকদার, সার্কেল এএসপি মো.
ফারুক হোসেনসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
0 comments:
Post a Comment