সিরাজগঞ্জের তাড়াশে আইএস সদস্য
সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে
পুলিশ। বুধবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের জিন্দানী পীরের মাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম।
আটক হাবিবুন নবী (৪২) কুমিল্লার দেবীদ্বার
উপজেলার বড়কান্দা গ্রামের আব্দুল হাই বক্সীর
ছেলে।
ওসি জানান, হাবিবুন ১২ বছর সৌদি প্রবাসী ছিলেন। কিছু দিন আগে দেশে ফেরার পর থেকে মাজার এলাকায় অবস্থান করছিল তিনি। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) নির্দেশনায় এবংমাজারের সহকারী মুত্তাওয়ালী অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাবেদ আলীর সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক হাবিবুন সাংবাদিকদের জানান, তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নন। সুফি মতানুসারী বলে মাজারে ঘুরে বেড়াচ্ছিলেন।
ঘটনার পর র্যাব-১২ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান ওসি।
0 comments:
Post a Comment