নাগরিক সেবার লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল
ধারণার উপর ভিত্তি করে তৈরি করা
আইসিটি ডিভিশনের ৫০০ মোবাইল অ্যাপস
উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য
প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ
জয়। আজ বিসিসি অডিটোরিয়ামে
আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে এই অ্যাপসগুলো
উদ্বোধন করেন তিনি। আইসিটি সচিব শ্যাম
সুন্দর সিকদারের সভাপতিত্বে আয়োজিত এ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন, “সরকার
চাইলে টেন্ডারের মাধ্যমে বিদেশি
কোম্পানিকে দিয়ে এই অ্যাপসগুলো তৈরি
করাতে পারতো। কিন্তু সেক্ষেত্রে দেশের
উন্নতি হবে না এবং দেশের তরুন সমাজের
মেধার বিকাশ ঘটবে না। তাই দেশের তরুন
মেধাবীদের কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি
খাতকে আরও এগিয়ে নিতে অ্যাপস তৈরির
এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিনই
আরও বলেন, “আমরা শুধু শহরের
বিশ্ববিদ্যালয়গুলোতেই প্রশিক্ষণ দিইনি,
সারা দেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাড়ে
তিন হাজার ছাত্র-ছাত্রীদের অ্যাপসের
প্রশিক্ষণ দিয়েছি। তরুণদের প্রতি আমার
আহ্বান, আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি, যে
সুযোগ দিচ্ছি এই সুযোগ ও প্রশিক্ষণ কাজে
লাগিয়ে দেশকে একধাপ এগিয়ে নিয়ে
যেতে হবে।”
উদ্বোধন করা ৫০০ অ্যাপসের মধ্যে
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং
বিভাগের অ্যাপস রয়েছে ৩০০টি এবং
বাকিগুলো বিভিন্ন সৃজনশীল ধারণার
ভিত্তিতে তৈরি করা হয়েছে। ৫০০ অ্যাপস
তৈরির এই প্রকল্প বাস্তবায়নে সহযোগী
হিসেবে কাজ করেছে ইএটিএল অ্যাপস।
0 comments:
Post a Comment