Friday, July 10, 2015

বেলকুচিতে নিখোঁজের ২ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি
উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর
সোনিয়া খাতুন (৬ মাস) নামে এক শিশুর
মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৮ জুলাই) রাত ৯টার দিকে
উপজেলার গাবগাছী গ্রামের একটি
পাটক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার
করে পুলিশ। সে ওই গ্রামের সমেশ আলীর
মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৬
জুলাই) শিশুটি নিখোঁজ হয়। বুধবার
সন্ধ্যার দিকে পাটক্ষেত থেকে
মৃতদেহের গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া
হয়। পরে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে
পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি-তদন্ত) বাসুদেব সিনহা
বাংলানিউজকে জানান, ঘটনার পর
থেকে শিশুটির বাবা পলাতক রয়েছেন।
ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত রহস্য
জানা যাবে।

0 comments:

Post a Comment