দীর্ঘ ৮৫ বছরের চেষ্টার পর বহুল প্রতীক্ষিত
ভাইল ফার্মিয়ন কণার খোঁজ পেলেন বাংলাদেশের পদার্থবিজ্ঞানী জাহিদ
হাসান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে
কর্মরত আছেন। তার নেতৃত্বে একদল গবেষক
এই সফলতা পেয়েছে।
পদার্থবিজ্ঞানের পাশাপাশি বিভিন্ন
ইলেক্ট্রনিকস সামগ্রী ও কম্পিউটারের
বিভিন্ন যন্ত্রাংশে বৈপ্লবিক পরিবর্তন
আনবে এই উদ্ভাবন। এসকল ডিভাইসের গতি
বৃদ্ধি এবং শক্তি সাশ্রয়ের খেত্রেও রাখবে
গুরুত্বপূর্ণ অবদান।
মূলত ১৯২৯ সালের হারম্যান ভাইল নামক
একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই কণার
অস্তিত্বের কথা জানিয়েছিলেন। তবে
তিনি এই কণা শনাক্ত করতে সক্ষম হননি।
এরপর ৮৫ বছর ধরে এই কণার অস্তিত্ব
নির্ণয়ে চেষ্টা চালানো হলেও অবশেষে
বাংলাদেশি গবেষকের হাত ধরে এলো
সাফল্য।
0 comments:
Post a Comment