Tuesday, November 15, 2016

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের প্রতিকি অনশন কর্মসুচী পালন।


সিরাজগঞ্জ প্রতিনিধি:
চুক্তি বহাল ও চাকুরি স্থায়ী করনের দাবীতে প্রতিকি অনশন কর্মসুচী পালন করেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১এর মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই প্রতিকি অনশন চলে। অনশন চলাকালে আন্দোলনরতরা বক্তবে বলেন, তিন হাজার ছাটাই করা মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনর্বহালসহ সমস্ত কর্মীদের স্থায়ী নিয়োগ দেয়ার দাবী জানান। অন্যথায় বৃহৎ কঠোর কর্মসুচী দেয়া হবে। এসময় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহবায়ক এনামুল হক ,মিটার রিডার আব্দুল মান্নান ও ফজলুল হক প্রমুখ। উল্লেখ্য আন্দোলন অব্যাহত থাকায় সমিতির লাখ লাখ গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

0 comments:

Post a Comment