Saturday, October 19, 2013

আগামী ২৪ অক্টোবর মহাজোট ছাড়ছে জাতীয় পার্টি !

আগামী ২৪ অক্টোবর মহাজোট ছাড়ছে জাতীয় পার্টি। শনিবার দুপুরে বনানীতে মহাজোটের প্রধান শরিক এই দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কার্যালয়ে আয়োজিত প্রেসিডিয়াম বৈঠকে মহাজোট ছাড়ার সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে। বৈঠকে উপস্থিত একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে জানান, হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠকে বলেছেন, `আমি (এরশাদ) ২৪ অথবা ২৫ অক্টোবর মহাজোট ছাড়ার ঘোষণা দিতে চাই।` তবে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক ফাস্ট লেডি বেগম রওশরন এরশাদ এমপি বৈঠকে আলোচনায় অংশ নিয়ে বলেন, এভাবে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। প্রয়োজনে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা মহাজোট ছাড়ার পক্ষে মতামত ব্যক্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে বলেন, রোববার আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। সে বৈঠকে মহাজোট ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে বৈঠকে সীমিত সংখ্যক সিনিয়র নেতা অংশ নেবেন। বৈঠক সূত্র আরো জানায়, ২৪ ও ২৫ অক্টোবর মহাজোট ছাড়ার কথা ‍বলা হলেও ২৬ অক্টোবর রাজধানীর বাসাবোতে জাতীয় পার্টির মহাসমাবেশ রয়েছে। ওই সমাবেশ থেকেও মহাজোট ছাড়ার ঘোষণা আসতে পারে।


0 comments:

Post a Comment