Wednesday, August 31, 2016

এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার মা মল্লিকা জান বেগম ইন্তেকাল করেছেন।

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য  ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার মা মল্লিকা জান বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
হাবিবে মিল্লাত মুন্নার পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংসদের মা দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তিন দিন ধরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সন্ধ্যায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মল্লিকা জান বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি স্থানীয় সরকার মন্ত্রীর মেয়ে শারীতা মিল্লাতের স্বামী।

0 comments:

Post a Comment