Tuesday, October 13, 2015

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলো, উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্যগাড়ী গ্রামের নবাব আলী (৭৫), আমিরুল ইসলাম (৪৮), জহির উদ্দিন (৮০) ও মোতালেব সাহ (৪০)।
সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০০৬ সালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের ওপরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রঞ্জু বাদী হয়ে ১৬জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়াও আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকী ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

0 comments:

Post a Comment