সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায়
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২৮ লাখ টাকার
নির্মাণাধীন সেতুধসের তদন্ত প্রতিবেদনে
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুসা কনস্ট্রাকশনের
বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গাফিলতি প্রমাণিত
হয়েছে। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও
ইউএনও ব্রেনজন চাম্বুগংয়ের নির্দেশে গঠিত
প্রকৌশলী মো. বদরুদ্দোজার নেতৃত্বে
৩ সদস্যের তদন্ত কমিটি ওই প্রতিবেদন দাখিল
করে।
তদন্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই)
শাহজাহান আলীর দায়িত্বে অবহেলা এবং গাফলাতির
বিষয়টিও উঠে আসে। তদন্ত প্রতিবেদনে
আরও বলা হয়, ঢালাইয়ের সময় সেতুর সেন্টারিং বা
স্যাটারিং ভেঙে পড়ার মূল কারণ ব্যবহৃত বাঁশগুলো
পুরনো ও দুর্বল ছিল। এদিকে, তদন্ত
প্রতিবেদন পেয়ে দুর্যোগ অধিদপ্তরের
সেতু প্রকৌশল দপ্তর থেকে পিআইওকে
শোকজ করা হয়েছে। পিআইও শাহজাহান আলী
বলেন, খুব শিগগিরই শোকজের জবাব দেওয়া
হবে। মলি্লকা সানাউল্লাহ আনসারী উচ্চ
বিদ্যালয়ের পাশে ঘোনাপাড়ায় খালের ওপর গত
২৭ এপ্রিল নির্মাণাধীন ৪০ ফুট দীর্ঘ আরসিসি
সেতুটির ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং ভেঙে
খালের ভেতর ধসে পড়ে।
0 comments:
Post a Comment