Wednesday, May 27, 2015

রেভিসিন ভ্যাকসিন দেওয়া কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে পাগলা
কুকুরের কামড়ে শিশু সহ কমপক্ষে ২০
জন আহত হয়েছেন। এদিকে বিপুল
পরিমাণ বেওয়ারিশ কুকুর রেখে
জলাতংক রোগ প্রতিরোধে
বেওয়ারিশ কুকুরকে সামগ্রিক ভাবে
রেভিসিন ভ্যাকসিন দেওয়া
কর্মসুিচর সফলতা নিয়ে প্রশ্ন দেখা
দিয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার
উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের
দোবিলা ও দেবীপুর গ্রামে
কয়েকটি বেওয়ারিশ পাগলা কুকুর
গণহারে লোকজন কে কামড়াতে
থাকে । এতে কমপক্ষে ২০ জন আহত
হন।
আহতারা হচ্ছেন, দোবিলা-দেবীপুর
গ্রামের রফিকুল ইসলাম ,সবুজ আলী,
আতিকুর , নয়ন, নাজিদা, তারেক ,
জমিলা, আনজিনা,আছিয়া, আছালত,
রহিম, আব্দুল , এনাম ও জাহানারা সহ
আরো ৬ জন। আহতরা স্থানীয়ভাবে
চিকিৎসা নিয়েছেন।
দোবিলা গ্রামের শিক্ষক নুুর
মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে
জানান,অনেকেই কুকুরের ভয়ে
বাচ্চাদের বাড়িতেই রাখছেন।
এদিকে গত সপ্তাহে হিউম্যান
হেলথের সহযোগিতায় তাড়াশ
উপজেলায় জলাতঙ্ক রোগ
প্রতিরোধে বেওয়ারিশ কুকুরকে
সামগ্রিক ভাবে ২০ ও ২১ মে
রেভিসিন ভ্যাকসিন দেওয়া হয়।
তারপরও বিপুল পরিমাণ বেওয়ারিশ
কুকুর থাকায় ওই কার্যক্রমের সফলতা
নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

0 comments:

Post a Comment