মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
মেয়েকে বিয়ের এক অদ্ভুত প্রস্তাব
দিয়েছেন কেনিয়ার এক আইনজীবী। তিনি
জানিয়েছেন, ওবামা তাঁর মেয়েকে তাঁর
সঙ্গে বিয়ে দিলে শ্বশুরকে ৫০টি গরু, ৭০টি
ভেড়া এবং ৩০টি ছাগল উপহার দেবেন
তিনি।
বারাক ওবামার মেয়ে মালিয়াকে বিয়ে
করতে চান ফেলিক্স কিপ্রোনো নামে ওই
আইনজীবী। আগামী জুলাই মাসে ওবামার
কেনিয়া সফরকালে তাঁর সঙ্গে এ বিষয়ে
আলোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন
ফেলিক্স। ফেলিক্স বলেন, "২০০৮ সাল
থেকেই মালিয়ার বিষয়ে আগ্রহী আমি।
এরপর থেকে এখন পর্যন্ত কারও সঙ্গে
ডেটিংয়েও যাইনি আমি। সিদ্ধান্ত
নিয়েছি ওর প্রতি বিশ্বস্ত থাকবো। এ
ব্যাপারে ইতিমধ্যে পরিবারের সঙ্গেও
কথা বলেছি আমি।"
ওবামাকে নাকি চিঠিও লিখছেন ফেলিক্স।
ওই চিঠিতে তিনি ওবামার কাছে আবেদন
জানাবেন যাতে কেনিয়া সফরে নিজের
মেয়ে মালিয়াকেও নিয়ে আসেন তিনি।
ফেলিক্সের আশা ওবামা তাঁকে নিরাশ
করবেন না। তাঁর স্বপ্ন বিয়ের পর তিনি ও
মালিয়া খুব সাধারণ জীবনযাপন করবেন।
ফেলিক্স বলেন, "মালিয়াকে আমি শেখাব
কীভাবে গরুর দুধ দোয়াতে হয়, খাবার
বানাতে হয়।"
0 comments:
Post a Comment