যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের
সবচেয়ে আলোচিত হ্যাম্পস্টেড অ্যান্ড
কিলবার্ন আসনে লেবার পার্টির
বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ
রেজওয়ানা সিদ্দিক জয়ী হয়েছেন। তিনি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি।
গতকাল ৭ মে অনুষ্ঠিত এই নির্বাচনে টিউলিপ
২৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম
প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী
সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯
ভোট। লিবারেল ডেমোক্র্যাটস পার্টির
মাজিদ নাওয়াজ তিন হাজার ৩৯ ভোট পেয়ে
তৃতীয় হয়েছেন।
২৩ বছর ধরে লেবার পার্টির দখলে থাকা
হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনটি ধরে
রাখা টিউলিপের জন্য একটা চ্যালেঞ্জ
ছিল। কারণ কনজারভেটিভ পার্টি এবার এই
আসনটিকে ‘টার্গেট সিট’ বানিয়েছিল।
লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি
আসনের শীর্ষে ছিল হ্যাম্পস্টেড অ্যান্ড
কিলবার্ন। এ কারণে আসনটির প্রতি
গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি ছিল
ভিন্ন, সংশ্লিষ্ট প্রার্থীদের চ্যালেঞ্জও
ছিল অন্য রকম।
হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ১৯৯২
সাল থেকে লেবার পার্টির এমপি ছিলেন
অস্কার জয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন।
গত নির্বাচনে তিনি মাত্র ৪২ ভোটের
ব্যবধানে জিতেছিলেন। এই আসনে গতবার
প্রধান তিনটি দলের মধ্যে লেবার পার্টি ৩২
দশমিক ৮ শতাংশ, কনজারভেটিভ পার্টি ৩২
দশমিক ৭ শতাংশ এবং লিবারেল
ডেমোক্র্যাটস পার্টি ৩১ দশমিক ২ শতাংশ
ভোট পায়। যে কারণে আসনটিকে বলা হচ্ছিল
‘ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ আসন।
গ্লেন্ডা জ্যাকসন অবসর নেওয়ার ঘোষণা
দিলে লেবার পার্টির স্থানীয় সদস্যদের
ভোটে এ আসনে এমপি পদে লড়াইয়ের
মনোনয়ন পান বাংলাদেশের প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার
মেয়ে টিউলিপ। এবারই প্রথম এমপি পদে
নির্বাচন করলেন তিনি। প্রথমবারেই পেলেন
জয়।
টিউলিপ ১৫ বছর বয়স থেকে হ্যাম্পস্টেড
অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এই
এলাকার স্কুলে পড়েছেন তিনি। কাউন্সিলর
হিসেবে দায়িত্ব পালন করেছেন।
0 comments:
Post a Comment