Saturday, May 2, 2015

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে প্রচারপত্র বিতরণকালে আল- বাইয়্যিনাত সংগঠনের নয় সদস্যকে আটক

সিরাজগঞ্জের
শাহজাদপুরে রবীন্দ্রনাথের নামে
বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা
করে প্রচারপত্র বিতরণকালে আল-
বাইয়্যিনাত সংগঠনের নয় সদস্যকে আটক
করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকেলে তাদের
শাজাদপুর উপজেলা সদর থেকে আটক
করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে
পুলিশ সুপারের সামনে হাজির করা হয়।
এরা হলেন, শাহজাদপুর উপজেলার
দেওয়ান তারটিয়া গ্রামের মনজেলার
রহমানের ছেলে মাহফুজুর রহমান শামিন
(৪৫), উল্লাপাড়া উপজেলার চর-
সাতবাড়িয়া গ্রামের নুরুল আমিনের
ছেলে বগুড়ার আজিজুল হক কলেজের
অনার্স শেষবর্ষের ছাত্র শাহিন (২৬)
উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার নুর
ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (১৬),
নাটোর জেলার গুরদাসপুরের পার-
গুরুদাসপুর গ্রামের মোজাহার আলী
ফকিরের ছেলে মতিউর রহমান (২৫), বগুড়া
জেলার শাহজাহানপুর উপজেলার
কৈগারী গ্রামের আবদুল্লাহর ছেলে
হারুন-অর-রশিদ (২৩), খানদার এলাকার
খোন্দকার এমদাদুল হকের ছেলে খন্দকার
মো. মোস্তাকিন (২৮), ঠনঠনিয়া
শাহপাড়ার আসলাম ব্যাপারীর ছেলে
ওমর ফারুক রিঙ্কু (২০), সুদিপাড়ার সাহেদ
হোসেনের ছেলে শরিফ হোসেন ডলার
(৩০) ও রহমান নগর এলাকার আলী আজগর
কাজীর ছেলে মোজহাহদ কাজী (২৬)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহাব উদ্দিন খলিফা
বাংলানিউজকে জানান, ওই সংগঠনের
সদস্যরা শাহজাদপুরে রবীন্দ্রনাথের
নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের
বিরোধীতা করে প্রচারপত্র বিলি
করছিলেন। এ সময় খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
পুলিশ সুপার এস.এম এমরান হোসেন
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে
জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
তারা রবীন্দ্রনাথের নামে
বিশ্ববিদ্যালয় স্থাপনের তীব্র
বিরোধীতার কথা জানালেও
প্রধানমন্ত্রীর আগমনের বিষয়ে কোন
বিরোধীতার কথা বলেনি। তারপরেও
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ
ব্যাপারে থানায় মামালার প্রস্তুতি
চলছে।
৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
রবীন্দ্রনাথের নামে প্রস্তাবিত এ
বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
করার কথা রয়েছে।

0 comments:

Post a Comment