শিগগিরই আরও ১০ হাজার নার্স নিয়োগ করা হবে
বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার
কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
রয়েছে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নার্সদের
গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চিকিৎসকদের সাথে
আনুপাতিক হারে তাদের নিয়োগ দিতেই এই ব্যবস্থা
করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের
নার্সিং কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক মিডওয়াইফ
(ধাত্রী) দিবস উপলক্ষে আয়োজিত মেলার
উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, নৈরাজ্য সৃষ্টি করে
সরকারের পতন ঘটানো যাবে না। জনগণ ভোট
দিয়ে সরকার নির্বাচিত করেছে। সম্প্রতি সিটি
করপোরেশন নির্বাচনে জনগণ আমাদের ভোট
দিয়েছে বলেই আমাদের দলীয় প্রার্থীরা
বিজয়ী হয়েছে। তাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে
কোন লাভ হবে না।
বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে
তিনি বলেন, সরকার গরীব মানুষকে চিকিৎসা সেবা
দিচ্ছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়েছে তাই সবাই
সরকারকে সহযোগিতা করবেন।
DAILY ITTEFAQ
0 comments:
Post a Comment