Wednesday, May 27, 2015

আবারও ডাব্লিউএসআইএস পুরস্কার জিতল বাংলাদেশ

পর পর দুই বছর তথ্যপ্রযুক্তি শিল্পের সম্মানজনক
পুরস্কার 'ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন
সোসাইটি' (ডাব্লিউএসআইএস) পুরস্কার জিতল
বাংলাদেশ। 'অ্যাকসেস টু ইনফরমেশন অ্যান্ড
নলেজ' বিভাগে এ পুরস্কার পেয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজিটাল বাংলাদেশ
বাস্তবায়নকারী প্রকল্প অ্যাকসেস টু ইনফরমেশন
(এটুআই) প্রোগ্রামের 'জাতীয় তথ্য বাতায়ন'
প্রকল্প। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর
কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল
সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল
টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সদর
দপ্তরে বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ
করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)
কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন এটুআই
প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর
চৌধুরী এবং এটুআই প্রোগ্রামের পরিচালক (ই-
সার্ভিস) ড. আব্দুল মান্নান।
এ বছর ডাব্লিউএসআইএস পুরস্কারের প্রাথমিক
মনোনয়নের তালিকায় চারটি ক্যাটাগরিতে
বাংলাদেশের সাতটি প্রকল্প স্থান পেয়েছিল।
গত বছর এটুআইয়ের 'সার্ভিসেস অ্যাট সিটিজেন
ডোরস্টেপস' প্রকল্প এ পুরস্কার জিতেছিল।

0 comments:

Post a Comment