Saturday, May 23, 2015

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সিরাজগঞ্জের কামারখন্দ
উপজেলার সীমান্তবাজার এলাকায় ট্রাকের
সঙ্গে দুই বাসের সংঘর্ষে দশজন নিহত
হয়েছেন। এসময় আহত হয়েছেন
অর্ধশতাধিক।
শনিবার (২৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা
ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে সীমান্তবাজার
এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি
ট্রাকের চাকা পাংচার হলে এর সঙ্গে বিপরীত
দিক থেকে আসা অন্তরা নামে যাত্রীবাহী
একটি বাসের সংঘর্ষ হয়। এসময় নাবিল নামে অপর একটি বাস পেছন দিক থেকে অন্তরা
পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে
দু’জন ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার
পথে আরও সাতজন মারা যান। এ দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক বাসযাত্রী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে
বাংলানিউজকে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

0 comments:

Post a Comment