Friday, May 29, 2015

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক বাক প্রতিবন্ধি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-এনায়তপুর আঞ্চলিক সড়ক বাস চাপায় এক বাক প্রতিবন্ধি নিহত হয়ছ। নিহত ছারমান আলীর (৬৫) বাড়ি এনায়তপুর খানার গাপিনাথপুর গ্রাম। ঘটনার পর এলাকাবাসী আধা ঘটা সড়ক অবরাধ কর রাখ। ঘটনার পর থক  এনায়তপুর-সিরাজগঞ্জ সড়ক বাস চলাচল বন্ধ রয়ছ। এদিক পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয় ঘাতক ইসলাম পরিবহনর বাসটি জব্দ করছ।
এনায়তপুর থানার ওসি মনিরল ইসলাম জানায়, শুক্রবার বলা সাড় ১২টার দিক একটি ব্যাটারী চালিত ভ্যান বদ্ধ ছারমান তার স্ত্রীক সাথ নিয় নিকট আত্বীয় বাড়ি যাছিলন। পথ এনায়তপুর-সিরাজগঞ্জ সড়কর আজুগড়া এলাকায় পছল সিরাজগঞ্জ থক আসা ইসলাম পরিবহনর একটি যাত্রীবাহী বাস তাদর চাপা দিয় পালিয় যায়। এত ঘটনা¯লই স মারা যায়। পর পুলিশ ঘাতক বাসটি এনায়তপুর হাট এলাকা থক আটক। পুলিশ লাশটি উদ্ধার কর ময়না তদর জন্য সিরাজগঞ্জ জনারল হাসপাতাল মর্গ পাঠায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়কটি অবরাধ কর। আধাঘটা পর পুলিশ বিচারর আশ্বাস দিল তারা অবরাধ তুল নিলও এ সড়ক দিয় যানবাহন চলাচল বন্ধ হয় যায়। এ ব্যাপার থানায় একটি মামলা হয়ছ।

0 comments:

Post a Comment