সিরাজগঞ্জে পুলিশের
অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত
বিপুলসংখ্যক মাদকদ্রব্য ধ্বংস করা
হয়েছে।
বোববার (৩১ মে) বিকেলে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে
রোলার দিয়ে ভেঙে ও আগুনে
পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪
হাজার ৯২৩ বোতল ফেনসিডিল, ১৫
লিটার চোলাই মদ, ৩৫০ পিস ইয়াবা ও
প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা।
এ সময় জেলা পুলিশ সুপার এস এম এমরান
হোসেন, সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হাবিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা কোর্ট পরিদর্শক শহিদুল্লাহ
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে
বলেন, জেলার বিভিন্ন থানার
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া
মাদকদ্রব্য বিষয়ে দায়েরকৃত মামলা
নিষ্পত্তি হওয়ার পর আদালতের
নির্দেশে এগুলো ধ্বংস করা হলো।
0 comments:
Post a Comment