দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসিত বরন চৌধুরী ওরফে স্বপন চৌধুরী আর নেই। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে রেখে গেছেন। তিনি বেলকুচি
উপজেলার চালা আদালত পাড়ার বাসিন্দা।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বেলকুচি ডিগ্রী কলেজে অধ্যাপনা করেছেন। অধ্যাপনায় অবসরের পরও তিনি শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করে গেছেন।
দেশের সনামধন্য বিভিন্ন পত্রিকায় স্বার্থকতার
সাথে সাংবাদিকতা করেছেন। সব শেষে দৈনিক
যুগান্তর প্রকাশিত হবার পর প্রকাশকালীন সময়
থেকে সর্বশেষ দিন পর্যন্ত তিনি এই পত্রিকার
জেলা প্রতিনিধির দ্বায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বেলকুচির মহাসশ্মানের প্রতিষ্ঠাতা, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজ সেবা করে গেছেন।
তার এই মৃত্যু খবর সিরাজগঞ্জে পৌছলে
সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে
শোকের ছায়া নেমে আসে।
দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
গত ১৫ দিন আগে তীব্র শ্বাসকষ্ট হলে
সিরাজগঞ্জ থেকে তাকে ঢাকা নেয়া হয়। তার লাশ ঢাকা থেকে রোববার রাতে তার নিজ বাড়ি
বেলকুচিতে নিয়ে আসা হয় এবং রাতেই বেলকুচি
মহাসশ্মনে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা
রয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মাদ নাসিম এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত
মুন্না, বেলকুচি আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও জেলায় কর্মরত সকল সাংবাদিক শোক জানিয়েছে। একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
0 comments:
Post a Comment