আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে
হত্যাকারীদের শকুন উল্লেখ করে
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বলেছেন বাংলার মানুষ শকুনের দলকে
কোনদিনও মতায় দেখতে চায়না।
এদেশের জনগণ উন্নয়নের সঙ্গে আছে
তার প্রমাণ শুক্রবার সোহরাওয়ার্দী
উদ্যানে হয়েছে, এমন মন্তব্য করে
তিনি বলেন উন্নয়ন এবং ভালোবাসা
দিয়ে মানুষের মন জয় করে বঙ্গবন্ধু
কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯
সালে নির্বাচনে আবারো আওয়ামীলীগ
মতায় আসবে। শনিবার বিকেলে শহীদ এম
মনসুর আলী অডিটোরিয়ামে
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি
কিনিকের পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
মন্ত্রী বক্তব্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
নেতৃত্বে রক্তপাতহীন যুদ্ধে
মিয়ানমার ও ভারত থেকে সমুদ্র
সীমানা উদ্ধার এবং ১৯৭৪ সালের
মুজিব ইন্দিরা চুক্তির স্থল
সীমান্ত চুক্তি বাস্তবায়নে
কার্যকর ভূমিকার ভূয়সি প্রশংসা
করে বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবের পর
শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান
যিনি বাংলাদেশকে উন্নয়নের মডেল
হিসেবে বিশ্বে পরিচিত করে
তুলেছেন।
শেখ হাসিনার সরকার ১৯৯৮ সালে
ইউনিয়ন পর্যায়ের মানুষকে স্বাস্থ্য
সেবা দিতে কসিমউনিটি কিনিক
স্থাপন করেছিলেন। পরবর্তীতে
খালেদা জিয়ার দল মতায় এসে তা বন্ধ
করে দেয়। আবরো শেখ হাসিনা মতায়
এসে এই কিনিক চালু করে দেশের
স্বাস্থ্য সেবা ব্যবস্থা জনগণের
দোড়গোড়ায পৌছে দিয়েছেন।
স্বাস্থ্য সেবা কার্যক্রমে শেখ
হাসিনা নিজে পুরস্কৃত হয়েছেন এবং
কমিইনিটি কিনিক সমূহকে পুরস্কৃত
করেছেন। তিনি কমিউনিটি কিনিকের
সেবার মান বৃদ্ধি করারও আহবান
জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার
সিভিল সার্জন ডাঃ মোঃ
শামসুদ্দীনের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে অধ্যাপক ডাঃ
হাবিবে মিল্লাত মুন্না এমপি,
আব্দুল মজিদ মন্ডল এমপি জেলা
পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী
আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ
সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য
বিভাগের পরিচালক অধ্যাপক ডাঃ
সামিউল ইসলাম সাদী, রাজশাহী
বিভাগীয় পরিচালক ডাঃ হেদায়েতুল
ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক
তন্ময় দাস বক্তব্য দেন।
এর আগে দুপুরে তিনি সিরাজগঞ্জ
কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন
সম্মেলন কে জেলা আইন শৃংখলা
কমিটির সভায় জেলার সার্বিক উন্নয়ন
ও আইন শৃংখরা বিষয়ে আলোচনা করেন
এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য
দেন। সন্ধ্যায় তিনি তার নির্বাচনী
এলাকায় চালিতাডাঙ্গা ইউনিয়নের
কুনকুনিয়া এবং চড়পাড়া গ্রামের
বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
0 comments:
Post a Comment