Friday, May 22, 2015

সিরাজগঞ্জে হামলায় পিতা-পুত্র নিহত

সিরাজগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধের
জেরে প্রতিপক্ষের হামলায় ছেলেসহ এক
বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হন ওই ব্যক্তির
আরও দুই ছেলে।
শুক্রবার সকালে রতনকান্দি ইউনিয়নের বাহুকা
পূর্বপাড়ায় এ হামলায় নিহতরা হলেন স্থানীয় এজবাহার আলী সেখ (৬০) ও তার ছেলে রাশেদুল ইসলাম আশিক (২৭)।
আহতরা হলেন এজবাহারের দুই ছেলে রেজাউল
(৩২) ও মমিন (২৫)। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, স্থানীয় ছাত্তার মেম্বারের সঙ্গে দীর্ঘদিন যাবত এজবাহার
শেখের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে
আসছিল। এ ঘটনায় একাধিক মামলাও রয়েছে।
সকালে এজবাহার আলী বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ছাত্তার মেম্বার ও তার লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এতে ধারালো অস্ত্রের আঘাতে ও মারপিটে
ঘটনাস্থলেই এজবাহার আলী মারা যায়।
গুরুতর আহত তার তিন ছেলেকে ঢাকা নেওয়ার
পথে বিকালে রাশেদুল ইসলাম আশিকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

0 comments:

Post a Comment