ব্যাপক উৎসব মূখর পরিবেশে দীর্ঘ
পাঁচ বছর পর আজ বুধবার সিরাজগঞ্জ
জেলা ছাত্রলীগের সম্মেলন
অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের নানা
মাপের ডিজিটাল ব্যানার শহরের
বিভিন্ন শোভা পাচ্ছে। শহরের
বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী
বিলবোর্ডেও ব্যানার-ফেস্টুনে
ঢাকা পড়েেছ।
সকাল ১০টায় শহরের শহীদ এম. মনসুর
আলী অডিটোরিয়ামের সম্মেলনের
উদ্বোধন করবেন কেন্দ্রীয়
ছাত্রলীগের সভাপতি এইচ.এম
বদিউজ্জামান সোহাগ। প্রধান
অতিথি হিসেবে থাকবেন
আওয়ামীলীগের প্রেসিডিয়াম
সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ
নাসিম।
সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের
সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল
আলম, আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক আবু সাঈদ, আল মাহমুদ স্বপন
এমপি, জেলা আওয়ামীলীগের
সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল
লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু
মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সদর
আসনের এমপি ডাঃ হাবিবে
মিল্লাত মুন্নাসহ জেলার সকল এমপি
ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ
উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতি পদে জাকিরুল
ইসলাম লিমন, শেখ খালিদ
সাইফুল্লাহ সাদি এবং সাধারণ
সম্পাদক পদে মন্ডল মোহাম্মদ
শামিম, সৌরভ তালুকদার ও একরামুল
হক, প্রতিদ্বন্ধিতা করছেন। জেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক
জাকির হোসেন জানান, সম্মেলন
সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন
করা হয়েছে। এর আগে ২০১০ সালের
২জুন একই স্থানে ছাত্রলীগের
সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷
0 comments:
Post a Comment