Friday, May 29, 2015

সিরাজগঞ্জে সলঙ্গা ও এনায়েতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে সলঙ্গা ও
এনায়েতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই
জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে বঙ্গবন্ধু সেতু
সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় এবং
দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর
আঞ্চলিক সড়কে এ দু'টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের
মৃত জালাল উদ্দিনের ছেলে শান্তাহার আলী
(৪৫) ও এনায়েতপুর থানার গোপীনাথপুর
গ্রামের বাসিন্দা ছোরমান আলী (৬৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)
আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে
বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের হাটিকুমরুল
গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি
ট্রাক শান্তাহার আলীকে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ
উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে
হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটিকে থানা
হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম
বাংলানিউজকে জানান, দুপুরে সিরাজগঞ্জ-
এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়ায়
বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাক প্রতিবন্ধী
বৃদ্ধ ছোরমান আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর
ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানান ওসি।

0 comments:

Post a Comment