আলোচিত গৃহবধু সোনিয়া আশরাফ
টুসিকে হত্যার অভিযোগ এনে তার
খুনীদের বিচারের দাবীতে
সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি
পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায়
সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে
সচেতন সিরাজগঞ্জবাসীর
ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন
কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের
নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের
সভাপতি হেলাল উদ্দিন, সাবেক
অধ্যক্ষ আখতার হোসেন, বিএমএ
সভাপতি ডাঃ জহুরুল হক রাজা,
জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর
ভুইয়া, বাসদের আহবায়ক নব কুমার
কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক
জোটের সভাপতি আসাদ উদ্দিন
পবলু, পিডাব্লিউডির নির্বাহী
পরিচালক নারী নেত্রী হুসনে আরা
জলী, শার্প এর পরিচালক আলহাজ্ব
শওকত আলী, বেলকুচি উপজেলা
ভাইস চেয়ারম্যান সুলতানা
রাজিয়া মিলন, নাট্যলোকের
সাধারন সম্পাদক রেজাউল করিম,
জেলা স্বেচ্ছা সেবকলীগের
সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম,
জাতীয় পার্টি নেতা জহুরুল ইসলাম
মন্ডল ও নিহত গৃহবধু সোনিয়া
আশরাফ টুসির বাবা আশরাফুল
বারি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ
মিছিল শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে জেলা
প্রশাসকের কাছে টুসি
হত্যাকারীদের গ্রেপ্তার ও
বিচারের দাবীতে স্মারকলিপি
প্রদান করা হয়। বক্তাগন এসময়
গৃহবধু টুসিকে শারিরীক ও মানসিক
নির্যাতন করে হত্যা করা হয়েছে
দাবি করে বলেন, এ হত্যাকান্ডের
সাথে জড়িত গৃহবধুর স্বামী শামস
এলাহী উইলিয়াম, ননদ কুইন রহমান ও
শাশুড়ী লাইলী রহমান প্রভাবশালী
হওয়ায় ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
হত্যাকারীদের আইনের আওতায় এনে
বিচার দাবী সহ আগামি ২০ তারিখ
আবারো মানববন্ধনের ঘোষনা দেন।
উল্লেখ্য, গত ৫ই মে বিকালে
ঢাকার পূর্ব তেজতুরি বাজারস্থ
ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে
সোনিয়া আশরাফ টুসির ঝুলন্ত লাশ
উদ্ধার করে পুলিশ। টুসির
পরিবারের অভিযোগ তাকে
শারিরীক ও মানসিক নির্যাতন করে
হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে
আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া
হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ
সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ
গাজিউর রহমানের পুত্র শামস
এলাহি উইলিয়াম, তার বোন এটিএন
বাংলার প্রযোজক ও উপস্থাপক
কুইন রহমান ও তার মা লাইলী
রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ
দায়ের করেছে টুসির পরিবার।
0 comments:
Post a Comment