সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের দাবিতে গণমিছিল
কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জবাসী। একউ
সঙ্গে রায়পুরে রেল জংশন স্থাপন ও সিরাজগঞ্জ
বাজার স্টেশন থেকে শহীদ এম মনসুর আলী
স্টেশন পর্যন্ত বাইপাস রেলপথ নির্মাণের দাবিও
জানানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাজার স্টেশন
স্বাধীনতা স্কয়ার চত্বরে গণমিছিলপূর্বক সমাবেশে
বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা
চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী
লীগ নেতা অ্যাডভোকেট কে এম হোসেন
আলী হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জ এক সময়ে
রেল শহর হিসেবে পরিচিত ছিল। পৌর এলাকার
মধ্যেই ছিল চারটি রেলওয়ে স্টেশন। বর্তমানে
একটি মাত্র রেলপথে দুটি ট্রেন যাতায়াত করছে।
সিরাজগঞ্জবাসীর দীর্ঘ আন্দোলনের
প্রেক্ষিতে ২০১৩ সালের জুন মাস থেকে
শহরের বাজার স্টেশন থেকে ‘সিরাজগঞ্জ
এক্সপ্রেস’ নামে একটি ট্রেন রাজশাহী-সিরাজগঞ
্জ-ঢাকা রুটে চলাচল করছে। কিন্তু বাজার স্টেশন
থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত
বাইপাস রেলপথ না থাকায় ঘুরপথে ট্রেনটি চলাচল
করছে। এ কারনে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি
জেলা সদরের যাত্রীদের চরম ভোগান্তি
পোহাতে হচ্ছে।
সমাবেশের পর গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সিরাজগঞ্জ
সরকারি কলেজ বটতলায় গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে
আয়োজিত গণমিছিলে সম্মিলিত সাংস্কৃতিক জোট,
নর্থবেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
সরকারি কলেজ, মওলানা ভাসানী কলেজ, যমুনা
সায়েন্স ক্লাব, জাহান আরা উচ্চ বিদ্যালয়, এস.বি
রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ, রিক্সা
ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প
সমিতি, টুইস্টিং মিল মালিক সমিতি, সিরাজগঞ্জ ইঞ্জিনিয়ারিং
মালিক সমিতি, মেডিকেল ট্রেনিং ইন্সটিটিউট ম্যাটসসহ
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী
সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
0 comments:
Post a Comment