সিরাজগঞ্জের
শাহজাদপুরে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু
হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) বিকেল ৪টা
থেকে ৫টার মধ্যে প্রচণ্ড ঝড় ও
বৃষ্টিপাতে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, শাহজাদপুর
উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর
আঙ্গারু মাঠপাড়া বরকতুল্লাহ
ফকিরের ছেলে ফরহাদ হোসেন (৪০),
পোরজনা ইউনিয়নের জামিরতা
গ্রামের তইজ উদ্দিন শেখের ছেলে
আইয়ুব আলী (৫২) ও হাবিবুল্লাহনগর
ইউনিয়নের নাড়ুয়া গ্রামের শাহের
আলী (৩৫)।
শাহজাদপুর উপজেলার কায়েমপুর
ইউপি ইউপি সদস্য সিদ্দিক বিশ্বাস ও
পোরজনা ইউপি সদস্য আলতাফ হোসেন
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে
জানান, নিহত ফরহাদ হোসেন চর
আঙ্গারু সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সামনে দিয়ে যাবার সময়
বজ্রপাতে নিহত হন। শাহের আলী
জমিতে কাজ করার সময় ও আইয়ুব আলী
জামিরতা কলেজ রোর্ডের সামনে
বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
0 comments:
Post a Comment