Friday, May 1, 2015

সিরাজগঞ্জ শহরে বজ্রপাতের পর অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ শহরে বজ্রপাতের পর
অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও চারটি
ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। তবে,
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার ভোর রাতে ঢাকা রোডের রেলগেট
এলাকায় এ অগ্নিকাণ্ডে অন্তত পঞ্চাশ
লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী আবুল হোসেন
জানান, ভোর রাত ৪টার দিকে প্রচণ্ড শব্দে
বজ্রপাতে আনোয়ার ইঞ্জিনিয়ারিং
ওয়ার্কশপের মিটারে ‘প্রথমে আগুনের
স্ফুলিঙ্গ’ দেখা যায়।
সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে এবং
দাউদাউ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি
ইউনিট এসে ঘণ্টাখানেক চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনে।
আবুল হোসেন আরও জানান, এর আগেই
আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশ এবং
পাশাপশি থাকা তুজামের ফার্নিচারের
দোকান, সুকুমারের সেলুন এবং আরেকটি
ছোট দোকান ও এর পিছনে ব্যবসায়ী
আমিনুল ইসলাম তাপসের বসতবাড়ি ভস্মীভূত
হয়ে যায়।
আমিনুল ইসলাম তাপস জানান, বজ্রপাতের
বিকট শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এরপর
আগুন দেকতে পেয়ে তিনি পরিবারের
সদস্যদের নিয়ে দ্রুত বাইরে চলে আসেন।
তার ঘরের চারটি কক্ষের সবকিছু পুড়ে
গেছে বলে জানান আমিনুল।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টাফ
শফিউল ইসলাম জানান, বৈদ্যুতিক
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, তাদের অন্তত
অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

0 comments:

Post a Comment