Thursday, June 25, 2015

চৌহালীকে রক্ষায় বাঁধ নির্মাণ করা হবে

পানিসম্পদ মন্ত্রী
ব্যারিস্টার আনিসুল ইসলাম
মাহমুদ বলেছেন, চৌহালীকে নদী
ভাঙনের হাত থেকে রক্ষায় এডিবি
এবং নেদারল্যান্ড সরকারের
সহযোগিতায় বাঁধ নির্মাণ করা
হবে।
বুধবার (২৪ জুন) দুপরে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার
নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন
শেষে এক মতবিনিময় সভায় তিনি এ
কথা বলেন।
মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ৬৮০
কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন
করা হবে। আগামী অক্টোবর মাস
থেকে প্রথম ধাপে ১২১ কোটি
টাকার ৫ কিলোমিটার বাঁধ
নির্মাণে কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা চৌহালীর ভাঙনরোধে
সবকিছু তদারকি করছেন। তিনি চান
চৌহালীর বাকি স্থানটুকু ধরে
রাখতে। পাশাপাশি নদী ভাঙনে
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও
ভূমিকা রাখতে।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী
নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য
আব্দুল মজিদ মন্ডল, পানি সম্পদ
মন্ত্রণালয়ের সচিব ড. জাফর
আহমেদ খান, টাঙ্গাইল পানি উন্নয়ন
বোর্ডের নির্বাহী প্রকৌশলী
শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জ
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী
প্রকৌশলী হাসান ইমাম, এডিসি
জেনারেল আনোয়ার পাশা, উপজেলা
নির্বাহী অফিসার রেজাউল বারী,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি
নওজেশ আলী মোল্লা, সাধারণ
সম্পাদক ফারুক সরকার প্রমুখ
উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment