Saturday, June 27, 2015

পকেটেই রাখা যাবে লেনোভোর ১২৯ ডলারের কম্পিউটার

লেনোভো বাজারে আনছে একটি
কম্পিউটার স্টিক। যেকোনো ডিসপ্লে
কিংবা টিভির এইচডিএমআই পোর্টে
স্টিকটি সংযুক্ত করলেই হয়ে যাবে
কম্পিউটার। ২ গিগাবাইট র্যাম এবং ৩২
গিগাবাইটের এই কম্পিউটার স্টিক
পকেটেই রাখা যাবে। ১২৯ ডলার মূল্যের
স্টিকটি বাজারে আসবে আগামী
মাসে।
(প্রিয় টেক) প্রযুক্তি যত উন্নত হচ্ছে,
বিভিন্ন ডিভাইসের আকার ততই ছোট হয়ে
আসছে। একসময় একটি কম্পিউটার রাখার
জন্য যেখানে অনেক জায়গার প্রয়োজন
হত, সেখানে এখন পকেটেই রাখার মতো
কম্পিউটার তৈরি করতে শুরু করেছে
বিভিন্ন প্রতিষ্ঠান যা কম্পিউটার স্টিক
নামে পরিচিত। কিছুদিন আগে ইন্টেল এমন
একটি স্টিক বাজারে এনেছিল। আর এবার
চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান
লেনোভো ১২৯ ডলারের কম্পিউটার স্টিক
বাজারে আনার ঘোষণা দিয়েছে।
এই কম্পিউটার স্টিক টিভি কিংবা
কম্পিউটারের এইচডিএমআই পোর্টে
কানেক্ট করলেই হল। কম্পিউটার স্টিকের
একটি বড় সুবিধা হল, একটি কম্পিউটার
চালাতে যেখানে অনেক বিদ্যুৎ খরচ হয়,
সেখানে এই কম্পিউটার স্টিক দারুণ বিদ্যুৎ
সাশ্রয়ী।
কম্পিউটার স্টিকটির অপারেটিং সিস্টেম
উইন্ডোজ ৮.১। এতে আছে ১.৩ গিগাহার্জ
ইন্টেল অ্যাটম প্রসেসর, ২ গিগাবাইট র্যাম,
৩২ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ।
এছাড়াও আছে একটি ইউএসবি পোর্ট,
বিল্ট-ইন স্পিকার এবং মেমোরিকার্ড
স্লট। আছে ওয়াইফাই এবং ব্লুটুথ
কানেক্টিভিটি।
আগামী মাস থেকেই অনলাইনে এবং
বিভিন্ন স্টোরে পাওয়া যাবে স্টিকটি।

0 comments:

Post a Comment