সিরাজগঞ্জের
তাড়াশে ২ মাদক ব্যবসায়ীকে
আদালতের মাধ্যমে কারাগারে
পাঠিয়েছে পুলিশ।
এরা হলেন- তাড়াশ উপজেলা সদরের
পশ্চিম বাঁধ এলাকার রুহুল আমীনের
স্ত্রী শাহিদা খাতুন (৩৩) ও আলতাব
হোসেনের ছেলে জাহিদুল ইসলাম
(২২)।
শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার দিকে
সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেটের আমলী আদালত-২
তাদের কারাগারে পাঠানোর
নির্দেশ দেন।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই)
অনুজ কুমার সরকার বাংলানিউজকে
জানান, গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার রাতে তাড়াশ সদরের
পশ্চিম বাঁধ এলাকায় মৃত আফাজ
উদ্দিনের ছেলে রুহুল আমীনের
বাড়িতে অভিযান চালিয়ে ৪০ গ্রাম
হেরোইনসহ তাদের আটক করা হয়। এ
হেরোইনের দাম আনুমানিক ৪ লাখ
টাকা।
0 comments:
Post a Comment