সিরাজগঞ্জের তাড়াশে অল্লীল
ভিডিও চিত্র প্রকাশ হওয়ায় ব্যাপক
তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি
ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের
সাকুয়া দীঘি গ্রামে। খবর পেয়ে
তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও
থানা পুলিশ সূত্রে জানা গেছে,
সম্প্রতি উপজেলার সাকুয়া দীঘি
গ্রামের ৪-৫ জন দূর্বৃত্ত ওই গ্রামের
পূর্ব মাঠের পাট ক্ষেতে অজ্ঞাত এক
নারীর (৩২) শ্লীলতাহানী ঘটায় এবং
সে ঘটনার অশ্লীল ভিডিও চিত্র
ধারন করে তা ব্যাপক আকারে
প্রকাশ করে বাজার ঘাটে ওই
দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানি
হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড়
এবং জনমনে ক্ষোভ ও উত্তেজনার
সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শনিবার
বিকেলে তাড়াশ থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
0 comments:
Post a Comment