সিরাজগঞ্জের উল্লাপাড়ায়
মুক্তিপণের দাবিতে অপহরণের তিন
দিন পর এক শিশুকে উদ্ধার করেছে
পুলিশ।
বৃহস্পতিবার ভোরে হাত বাধা অবস্থায়
উল্লাপাড়া স্টেশন থেকে শিশুটিকে
উদ্ধার করা হয় বলে জানিয়েছেন
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক
আব্দুল জলিল।
উদ্ধার নাঈম (১০) উপজেলার দূর্গানগর
ইউনিয়নের গারলগাতি গ্রামের শরিফুল
ইসলামের ছেলে এবং স্থানীয় একটি
স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
উপ-পরিদর্শক আব্দুল জলিল বলেন, গত ২২
জুন সকালে বাড়ির সামনে থেকে
নিখোঁজ হয় নাঈম। এরপর তার স্বজনদের
কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
করে একটি চক্র ফোন করে ।এ ঘটনায়
পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে
অজ্ঞাতনামা আসামি করে একটি
মামলা করেন।
“এরপর শিশুটিকে উদ্ধারে বিভিন্ন
স্থানে অভিযান চালায় পুলিশ। এক
পর্যায়ে বৃহস্পতিবার ভোরে
অপহরণকারীরা শিশুটিকে উল্লাপাড়া
স্টেশন এলাকায় ফেলে যায়।”
সংবাদ পেয়ে সেখান থেকে শিশুটিকে
অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ
পাহারায় স্থানীয় একটি ক্লিনিকে
ভর্তি করা হয়েছে বলে জানান এসআই
জলিল।
0 comments:
Post a Comment